ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস

ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
ছবি: ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা

ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের ইসলামিক স্টাডিজ  বিভাগের অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

১৭ মার্চ রবিবার (৭ম রমজান) দেশের বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ  ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পর্যায়ক্রমে রমজানের গজল পরিবেশন করে বিভাগের একদল শিক্ষার্থী।

ইসলামিক স্টাডিজ  বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সালাহউদ্দিন বলেন,  বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা ও ইফতার মাহফিল করতে গিয়ে আমাদের সহপাঠীরা যে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে তারই  প্রতিবাদে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করি। আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে ইফতার মাহফিলসহ সকল অনুষ্ঠানের আয়োজন করতে পারে।


সর্বশেষ