ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন ঢাকা কলেজ ছাত্রফ্রন্টের উদ্যোগে  মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত  হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ ব্রাজিলের এইচএসসির আরো ৪ পরীক্ষা স্থগিত আলোচনার বিষয়ে সিদ্ধান্ত জানালো - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী স্মারকলিপি প্রদান শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করা হবে না ; স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডোপ টেস্টের মাধ্যমে চবিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডোপ টেস্টের মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ এলে ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে  বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    রবিবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। কেবল ডোপ টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীরাই চবিতে চূড়ান্ত ভর্তি হতে পারবেন। ডোপ টেস্টের কার্যক্রম হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

    ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত করে সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা বলেন, আমরা দেশের স্বার্থে এই উদ্যোগ নিয়েছি। পুরুষ ও নারী সব শিক্ষার্থীকেই তাদের রক্তের বা ইউরিনের নমুনা চমেকে দিতে হবে এবং পরীক্ষার ফল চূড়ান্ত তালিকার জন্য প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। যদি কেউ পজিটিভ হন, তাহলে তিনি ভর্তি হতে পারবেন না।

    প্রসঙ্গত, ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট হলো প্রাণীর শরীরে নির্দিষ্ট কোনও মাদকের উপস্থিতি আছে কি না তা পরীক্ষা করা। যারা নিয়মিত মাদকদ্রব্য গ্রহণ করেন, তাদের শরীরে মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। তা ডোপ টেস্টের মাধ্যমে ধরা পড়ে। এক্ষেত্রে ব্যক্তির মূত্র বা রক্ত, আবার কখনো দুটিরই নমুনা পরীক্ষা করা হয়। মাদক গ্রহণ করা ব্যক্তিদের সর্বোচ্চ শেষ এক সপ্তাহে মুখের লালার মাধ্যমে, শেষ দুই মাস রক্তের মাধ্যমে, শেষ ১২ মাস বা এক বছরে চুল পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় মাদকের নমুনা।

    প্রতিদিনেরক্যাম্পাস/এআর


    সর্বশেষ