ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
  • ফলাফল
  • ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক স্তরে বাস্তবায়ন হবে নতুন কারিকুলাম
শিক্ষকরাই ভালোভাবে না বোঝায় কোচিং-প্রাইভেট বা সহায়ক বইয়ের দ্বারস্হ হচ্ছে শিক্ষার্থীরা

২০২৫ সালের মধ্যে মাধ্যমিক স্তরে বাস্তবায়ন হবে নতুন কারিকুলাম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, সৃজনশীল পদ্ধতিতে আগামী বছর থেকে তো আর পরীক্ষা থাকছে না| উন্নত বিশ্বের পরীক্ষা পদ্ধতির আলোকেই তৈরি করা হয়েছে| একই তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, নতুন কারিকুলামে সৃজনশীল প্রশ্ন থাকছে না| সেখানে অন্য রকমের প্রশ্নপত্র হবে|

আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (কারিকুলাম) অধ্যাপক ড. মশিউজ্জামান বলেন, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি কেমন হবে আগামী নভেম্বরে প্রকাশ করা হবে| কেন বিলম্বে প্রকাশ করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন প্রকাশ করা হলে নোট গাইড মালিকরা আগেভাগেই এগুলো ছাপিয়ে ফেলবে|

মুখস্হনির্ভর পড়াশুনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার লক্ষ্যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু হয়েছিল| ২০০৮ সাল থেকে দেশে যখন এটি চালু করা হয়, তখন বলা হয়েছিল, এই পদ্ধতিতে নোট-গাইড বই থাকবে না, কোচিং-প্রাইভেট বন্ধ হয়ে যাবে| কিন্তু ফল হয়েছে উলটো| শিক্ষকরাই বিষয়টি ভালোভাবে না বোঝায় শিক্ষার্থীদের কোচিং-প্রাইভেট বা সহায়ক বইয়ের দ্বারস্হ হতে হচ্ছে আগের চেয়ে আরো বেশি| অভিভাবকদেরও ভোগান্িত পোহাতে হচ্ছে| ভীত রয়েছেন শিক্ষকরাও| প্রায় ৪২ ভাগ শিক্ষকের এ বিষয়ে ধারণা নেই| এসব কারণে এ পদ্ধতি বাতিলের দাবি ছিল শুরু থেকেই| অনেকেই মনে করছেন, সৃজনশীল পদ্ধতি চালু করাই ছিল শিক্ষায় সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত| যার খেসারত দিয়েছে সবাই|


সর্বশেষ