সায়েন্স ল্যাব, উত্তরা ও মিরপুরে পাল্টাপাল্টি সংঘর্ষ
রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় পান্থপথের মোড়েও অবস্থান নেন কিছু শিক্ষার্থী। ফলে দুই পাশ থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে আন্দোলনকারীরা।
এসময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
ওদিকে কাঠালবাগান রোডের মোড়ে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা কর্মী বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তাদের সঙ্গেও শিক্ষার্থীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরো সায়েন্স ল্যাব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এর কিছুক্ষণ আগে কলাবাগান বাসস্ট্যান্ডের সামনেও সংঘর্ষের ঘটনা ঘটে।
উত্তরার রাজলক্ষ্মী কুশল সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
সেখানে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা দুই পাশ থেকে এবং মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেছে।
এসময় পুলিশের একটি বাহিনীকে এগিয়ে আসতে দেখা যায়।
আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদেরও যুক্ত হতে দেখা গেছে। কিছু স্থানে আগুনও দেয় আন্দোলনাকারীরা।
তাদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এতে কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে।
এদিকে বৃহস্পতিবার মিরপুরের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দেয়।
তার আগেই মিরপুর ১০’এ অবস্থান নেয় আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
রাতে শিক্ষার্থীদের নামার ঘোষণার পরই আন্দোলনকারীদের রুখে দিতে পাল্টা কর্মসূচি দেয় তারা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন তারা।
সুত্রঃ বিবিসি