সাত কলেজের আশা ছেড়ে কোলকাতা বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিলেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল প্রকাশে দীর্ঘ সময় বিলম্বিত হয়েছে। ২৬ জুন ফলাফল প্রকাশের সময় থাকলেও এখন প্রকাশ করা হয়নি ফলাফল।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে ফেসবুক গ্রুপে লেখেন, বহু কষ্ট নিয়ে সাত কলেজের আশা ছেড়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিলাম। দোয়া করবেন।
উক্ত পোষ্টের নিচে অনেকেই ট্রল করে নানধরণের মন্তব্য করেন। তাহরিমা তানিসা মন্তব্য করেন, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি। রেজাল্টের জন্য আর অপেক্ষা করতে পারছিনা।