ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন ঢাকা কলেজ ছাত্রফ্রন্টের উদ্যোগে  মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত  হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ ব্রাজিলের এইচএসসির আরো ৪ পরীক্ষা স্থগিত আলোচনার বিষয়ে সিদ্ধান্ত জানালো - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী স্মারকলিপি প্রদান শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করা হবে না ; স্বরাষ্ট্রমন্ত্রী
    • ঢাবি সাত কলেজ
    • কোটা সংষ্কারের দাবিতে আগামীকাল ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল

    কোটা সংষ্কারের দাবিতে আগামীকাল ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ২০১৮ সালে পরিপত্র অনুযায়ী কোটা পুনর্বহালের দাবিতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা আগামীকাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।ঢাকা কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে যোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

    বিক্ষোভ মিছিলটি সকাল ১১.১৫ ঘটিকায় কলেজের গেইট থেকে শুরু হবে। 

    বিক্ষোভের বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন,আমাদের মূল লক্ষ উদেশ্য হচ্ছে অভিশপ্ত কোটা থেকে ছাত্র সমাজকে মুক্ত করা। ব্যক্তিগত কোনো উদেশ্য নাই। সুতরাং সবাইকে উদার এবং আন্তরিক হতে হবে

    নিজেদের মধ্যে যেনো কোনো বৈরী পরিবেশ তৈরী না হয় সেই জায়গায় সবাইকে সংযত থাকতে হবে।

    গত ৪ জুলাই বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করার রায় দেয় হাইকোর্ট। এরপর থেকে কোটার ক্ষেত্রে পূর্বের ন্যায় পদ্ধতি চালু করার জন্য আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

     

     

     

     


    সর্বশেষ