ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • অপরাধ
    • শাবিপ্রবিতে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

    শাবিপ্রবিতে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে  আটক করেছে পুলিশ। 

    আটকরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। আজ দুপুরে ভিকটিম বাদী হয়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ। 

    বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মে সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ওই ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনার সময় গোপনে ভিডিও ধারণ করে। পরে তা প্রকাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে চুপ থাকতে বাধ্য করা হয়।

    বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত ও আটক করেছে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতাও মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক জানান, তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য মিলেছে। ভিকটিম বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।