ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • অপরাধ
    • ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল, আন্দোলন থেকে অস্ত্রসহ যুবক আটক

    ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল, আন্দোলন থেকে অস্ত্রসহ যুবক আটক

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড়ে চলমান ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

    সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে আন্দোলনস্থল থেকেই তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

    আটক যুবকের নাম মো. আরাফাত জামান (৩৯)। বর্তমানে তাকে শাহবাগ থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

     

    শাহবাগ থানার ডিউটি অফিসার ও দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্দোলন এলাকা থেকে এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে নিয়ে থানার সিনিয়র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

     

    এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই তার হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ সোচ্চার হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, এই হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং এর পেছনে থাকা পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

     

    ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের মাধ্যমে চার দফা দাবি তুলে ধরা হয়েছে—

    ১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।

    ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।

    ৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।

    ৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

    আন্দোলনকারীরা জানিয়েছেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস