ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • শিক্ষা
    • বিইউপিতে অনলাইন ভর্তির আবেদন শুরু, ফি ১১০০ টাকা

    বিইউপিতে অনলাইন ভর্তির আবেদন শুরু, ফি ১১০০ টাকা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

    অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন করতে হবে। এবার ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা। এছাড়া এবার সেকেন্ড টাইম (২০২৪ সালে এইচএসসি পাস) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ রাখা হয়েছে।

    প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি মিলিয়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য জিপিএ ৮ এবং মানবিকের শিক্ষার্থীদের ৭.৫ পেতে হবে। আবেদনপ্রক্রিয়া শেষে ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে যোগ্য প্রার্থীদের তালিকা। ১ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

    ভর্তি পরীক্ষা কখন, ফল প্রকাশ কবে
     

    আগামী ৯ জানুয়ারি ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরদিন ১০ জানুয়ারি নেওয়া হবে আর্টস ও সোশ্যাল সায়েন্সের ভর্তি পরীক্ষা। এছাড়া ১৭ জানুয়ারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৪-২০ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।


    প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি