ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • ক্যাম্পাস
    • নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত

    নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষা চলার সময় নকলের অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র স্থগিত করা হয়েছে। নকলমুক্ত ও উপযুক্ত পরীক্ষার পরিবেশ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এতথ্য জানানো হয়েছে।

    পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা ওই আদেশে বলা হয়েছে, সম্প্রতি পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রকাশ্যে বই দেখে বা নকল করে পরীক্ষা দিচ্ছে—এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রটি স্থগিত করে ওই কেন্দ্রের পরীক্ষাগুলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় (কেন্দ্র কোড ৩২২০) স্থানান্তর করা হয়েছে। পরে সব পরীক্ষা নতুন নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে বিষয়টি দ্রুত জানাতে হবে। পাশাপাশি স্থগিত কেন্দ্রের পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ সব কাগজপত্র ২৪ ডিসেম্বরের মধ্যে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে বুঝিয়ে দিতে হবে।

    অন্যদিকে, এই একই অভিযোগের বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষকে লিখিত বক্তব্য দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত বক্তব্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিতে বলা হয়েছে।


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি