১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : আগামী দু-এক দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন বণ্টন সংক্রান্ত সমঝোতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, দেশের টেকসই অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি জানান, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এবং জনগণও পরিবর্তন ও সংস্কার চায়। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন রাখতে হবে, তবে একই সঙ্গে জবাবদিহির ব্যবস্থাও কার্যকর থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ক্ষমতায় এলে আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিশ্বের সব শান্তিকামী ও গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে। কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ার নীতি দলের নেই। প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতো সম্মান ও দায়িত্ববোধের সঙ্গে আচরণ করতে হবে।
নারী ভোটারদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে মা-বোনদের বড় একটি অংশ জামায়াতের প্রতি আস্থা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
তরুণ সমাজের আস্থার বিষয়ে তিনি বলেন, যুবকরা বিশ্বাস করে জামায়াত তার প্রতিশ্রুতি রক্ষা করে, যার প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে।
দেশের জনগণের ওপর শতভাগ আস্থা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে।
এ সময় তিনি নির্বাচনকালে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, যেন তারা দলীয় পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে। পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান তিনি।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস