চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি

নিজস্ব ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে 'বাংলাদেশ-ভারত' সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত থেকে এসব অস্ত্র উদ্ধার করেন ৫৯ বিজিবির সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এ বিষয়ে তিনি জানান, রাতের প্রথম প্রহরের দিকে সীমান্ত দিয়ে দেশে অস্ত্র ও গুলি পাঠাচ্ছে ভারত, এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি চিরুনি অভিযান পরিচালনা করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এ সময় আজমতপুর সীমান্তে পরিচালনা-কালীন পরিত্যক্ত একটি ব্যাগে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে দৃশ্যমানভাবে কাউকে লক্ষ্য করা যায়নি এবং আটক করাও সম্ভব হয়নি।
উল্লেখ, ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।