আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন
.jpeg)
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তাঁকে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সভায় বিশেষ আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে জানাজা ও দাফনের সময়সূচি উপদেষ্টা পরিষদকে অবহিত করেন।
এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। আসিফ নজরুল বলেন, গোটা জাতির মতো সরকারও গভীরভাবে শোকাহত। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, জানাজা ও দাফন ঘিরে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে। সভায় প্রধান উপদেষ্টা বেগম জিয়ার স্মৃতিচারণ করেন এবং সর্বশেষ সেনাসদরে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করেন।আইন উপদেষ্টা বলেন,“দেশের ইতিহাসে বেগম জিয়ার অবদান অবিনশ্বর হয়ে থাকবে। এমন একজন নেত্রীর চলে যাওয়া আমাদের জন্য বিশেষ মুহূর্ত। সবাই শোকাহত। জানাজা ও দাফনে যথাযথ সম্মান ও শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।”
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও হাইকমিশনে খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হবে।
এদিকে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। তাঁর ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারিয়েছি। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।”
প্রতিদিনের ক্যাম্পাস //এএস