সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ

ঢাকা কলেজ প্রতিনিধি : ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামো গঠনের জন্য অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর মিরপুর রোডের সাইন্সল্যাব এরিয়া অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় সৃষ্টি হয় তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সাইন্সল্যাব এলাকা ব্লকেডের ফলে চারদিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
যানজটে পড়া পথযাত্রী আল উসরি আক্তার বলেন, অবরোধের ফলে জনসাধারণ মারাত্মক ভোগান্তিতে পড়েছে। আমি তিতুমীর কলেজের একজন লেকচারার। কলেজ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিক্ষার খাতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি) যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। খাতাগুলো জমা দেওয়া খুব জরুরি কিন্তু আমি যেতে পারছি না। আমি প্রায় দেড় ঘন্টা যাবত এখানে আটকে আছি।
তিনি আরও বলেন, সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া, কারণ তা না হলে জনগণেরই বেশি ভোগান্তি পোহাতে হবে। আমরা জনসাধারণ আর এই ধরনের ভোগান্তি পোহাতে চাই না।
আরেক পথযাত্রী মুস্তাকিম ইসলাম বলেন, আমি জাপানের যাওয়ার উদ্দেশ্য 'আইএম জাপান' নামক পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছিলাম। রেজিষ্ট্রেশনের ভাউচার এবং আনুষাঙ্গিক নথিপত্র সংগ্রহ করার জন্য সেই দিনাজপুর থেকে ঢাকায় রওনা হয়েছিলাম সেই গতকাল রাতে। তবে ঢাকার টেকনিক্যাল ও সাইন্সল্যাব এরিয়ায় আন্দোলনের মুখে পড়াতে আমার অনেক দেরি হয়, এই কারণে নথিপত্রও সংগ্রহ করতে পারিনি। ফলে জাপানের পরীক্ষা আরও দুই থেকে তিন মাস পিছিয়ে যায়। এই নথিপত্র সংগ্রহের জন্য পূর্ণরায় ঢাকায় আসা লাগবে বা বাড়তি ফি দিয়ে এগুলো সংগ্রহ করা লাগবে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস