বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে উড়িয়ে দিল রংপুর, লিটন-মালানের ব্যাটে দুর্দান্ত শুরু

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু করল দাপুটে জয়ে রংপুর রাইডার্স। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে কোনো সুযোগ না দিয়েই ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। লিটন কুমার দাস ও ডেভিড মালানের দৃঢ় ব্যাটিংয়ে মাত্র ৩০ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম।
ইনিংসের প্রথম বলেই নাহিদ রানার দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। মাত্র ১ রানেই তার বিদায় ম্যাচে চট্টগ্রামের হতাশার সুর বেঁধে দেয়।
দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে ব্যর্থ হন দুজনই। ২০ বলে ৩৯ রান করে নাঈম ও ২৪ বলে ২০ রান করে আউট হন বেগ। এরপর রংপুরের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানের আগ্রাসী স্পেলে পুরোপুরি ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস।
নিচের সারির ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল আবু হায়দার রনি, যিনি ২১ বলে করেন ১৩ রান। বাকিদের রান ছিল হতাশাজনক—
মাহমুদুল হাসান জয় ০, মাহফিজুল ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯, শেখ মেহেদী হাসান ১, তানভীর ইসলাম ৬, শরিফুল ইসলাম ৬ ও মুকিদুল ইসলাম ১ রান করেন।
রংপুরের পক্ষে বোলিংয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দেন ফাহিম আশরাফ। তিনি শিকার করেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নেন ২টি উইকেট। এছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট পান।
সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে কোনো তাড়াহুড়ো করেননি রংপুরের দুই ওপেনার লিটন কুমার দাস ও ডেভিড মালান। শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন তারা।
ফিফটির পথে এগোচ্ছিলেন লিটন, কিন্তু মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে ৩১ বলে ৪৭ রান করে আউট হন তিনি। পরের ব্যাটার তাওহীদ হৃদয় করেন মাত্র ১ রান।
তবে অন্য প্রান্তে দৃঢ় ছিলেন ডেভিড মালান। ৪৮ বলে ৫১ রান করে অর্ধশতক পূর্ণ করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি।
শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ মিলে বাকি কাজ সেরে ফেলেন। মাহমুদউল্লাহ ১ ও খুশদিল শাহ ৬ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন দাপুটে জয়।
৩০ বল ও ৭ উইকেট হাতে রেখেই ১০২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে রংপুর রাইডার্স, যা বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচেই তাদের শক্তির জানান দিল।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস