ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • খেলা
    • বিপিএল লাইভে ‘রোকেয়া’ নাম শুনেই চমকে গেলেন কাবিলা, নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পলাশকে ঘিরে মজার মুহূর্ত

    বিপিএল লাইভে ‘রোকেয়া’ নাম শুনেই চমকে গেলেন কাবিলা, নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পলাশকে ঘিরে মজার মুহূর্ত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : বিপিএলের মাঠে শুধু ব্যাট–বলের লড়াই নয়, সরাসরি সম্প্রচারেও তৈরি হচ্ছে রঙিন সব মুহূর্ত। নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পলাশ সিলেট স্টেডিয়ামে বসে দলটির খেলা দেখতে গিয়ে হঠাৎই ব্যক্তিগত এক নাম শুনে চমকে যান। পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাসের একটি প্রশ্নেই বদলে যায় পুরো দৃশ্যপট।

     

    চলমান বিপিএলে নোয়াখালী জেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট-এর কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ। দলটির দ্বিতীয় ম্যাচ উপলক্ষে গত ২৭ ডিসেম্বর তিনি উপস্থিত ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

     

    ম্যাচের ফাঁকে নোয়াখালী ও সিলেটের লড়াই চলাকালীন সময়ে তাকে মাঠে ডেকে নেন পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস। সরাসরি সম্প্রচারে নোয়াখালী এক্সপ্রেস, দলটির যাত্রা ও নোয়াখালীর মানুষের ক্রিকেট উন্মাদনা নিয়ে একের পর এক প্রশ্ন করেন তিনি। হাসিমুখে সাবলীল ভঙ্গিতেই সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পলাশ।

     

    তবে হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে যায়, যখন জয়নব আব্বাস ‘রোকেয়া’ নামটি উল্লেখ করে প্রশ্ন ছুঁড়ে দেন। প্রশ্ন শুনেই মুহূর্তের মধ্যে বিস্মিত হয়ে যান পলাশ। অবাক হয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন,

    — ‘ওহ মাই গড, তুমি রোকেয়ার বিষয়টা জানো?’

     

    জয়নব আত্মবিশ্বাসের সঙ্গেই জানান, তিনি বিষয়টি জানেন। তখন হাসতে হাসতে পলাশ বলেন, রোকেয়া ভালো আছেন এবং তিনি এখন নোয়াখালীতেই আছেন। একইসঙ্গে জানান, ইভা আছেন আমেরিকায়, আর তিনি নিজে সিলেটে বসে নোয়াখালী এক্সপ্রেসের খেলা উপভোগ করছেন।

     

    হঠাৎ করে এই ব্যক্তিগত প্রসঙ্গ চলে আসায় মাঠের দর্শক থেকে শুরু করে টিভির পর্দার দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়ে কৌতূহল ও আনন্দ। এমন স্বতঃস্ফূর্ত ও মানবিক মুহূর্ত বিপিএলের সরাসরি সম্প্রচারকে যে বাড়তি বিনোদন দিচ্ছে, তা স্পষ্টই বোঝা যায়।

     

    উল্লেখ্য, প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে, যদিও মাঠের বাইরের এসব রঙিন মুহূর্তে দলটি ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস