ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা আরও কমার আভাস

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক :ঢাকায় তাপমাত্রা কমতে থাকায় শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। দিনভর সূর্যের দেখা না মেলায় মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাসে নগরজুড়ে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হয়েছে। শৈত্যপ্রবাহ না থাকলেও একই ধরনের আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায় বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়েও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি দেশের অনেক জায়গায় অব্যাহত থাকবে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস