জানুয়ারিতে শৈত্যপ্রবাহে তাপমাত্রা নামতে পারে ৪° পর্যন্ত

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে। সম্ভাব্য শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে শীতের অনুভূতি আরও তীব্র হবে এবং মানুষকে শীত মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারিতে মোট পাঁচটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৩টি শৈত্য প্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রায় (৮-১০°থেকে ৬-৮°), আর ১-২টি প্রবাহ হবে মাঝারি থেকে তীব্র (৬-৮°C থেকে ৪-৬°C)। এতে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে শীত আরও অনুভূত হবে।
জানুয়ারিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক সীমার মধ্যে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীঘাটীসহ বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের কিছু এলাকায় এই কুয়াশা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আবহাওয়ার শীর্ষ তথ্য অনুযায়ী, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। জানুয়ারিতে দেশের প্রধান নদী–নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে। আবহাওয়ার অন্যান্য তথ্য অনুযায়ী, দেশের দৈনিক গড় বাষ্পীভবন হবে ১.৫০ থেকে ৩.৫০ মিমি এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর শীত পোশাক, উষ্ণ খাদ্য ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে, কারণ জানুয়ারিতে শৈত্যপ্রবাহের কারণে বেশ তীব্র শীত অনুভূত হতে পারে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস