খালেদা জিয়ার মৃত্যুতে কি স্থগিত হচ্ছে জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁর নামে যে আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, সেসব আসনের ভোট কার্যক্রমও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার বিধান রয়েছে। সে ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের ভোট কার্যক্রম বাতিল করবেন এবং কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
তবে এই বিধান তখনই প্রযোজ্য হবে, যখন সংশ্লিষ্ট প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আইনে বলা আছে, বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত হবে। কিন্তু খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হিসেবে গণ্য হননি। তাছাড়া বিএনপি ইতোমধ্যে তাঁর আসনগুলোতে বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছে। তাই নির্বাচন স্থগিতের কোনো প্রশ্ন নেই।”
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও বিষয়টি নিশ্চিত করে বলেন, আরপিও-এর বিধান অনুযায়ীই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনী—এই তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একই সঙ্গে দলটির পক্ষ থেকে এসব আসনে বিকল্প প্রার্থীর মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে।
ফলে খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলের কোনো পরিবর্তন হচ্ছে না এবং সংশ্লিষ্ট আসনগুলোসহ সারাদেশে ভোটগ্রহণ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস