মায়ের কোনো ঋণ থাকলে পরিশোধের আশ্বাস দিয়ে, দেশবাসীর নিকট দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে আবেগঘন আহ্বান জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের আত্মার মাগফিরাত কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং খালেদা জিয়ার সঙ্গে কারও কোনো আর্থিক দেনা-পাওনা থাকলে তা পরিশোধের প্রতিশ্রুতি দেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।
এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,“আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে আপনাদের কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন বা কারও কোনো পাওনা থাকে, তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তা পরিশোধ করে দেবো। আর তার কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।”
তারেক রহমানের এই বক্তব্যে উপস্থিত জনতার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে চোখের জল মুছতে দেখা যায়।
এর আগে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন তার বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। জানাজায় লাখো মানুষের ঢল নামে রাজধানী জুড়ে । বুধবার বিকাল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও দেশি-বিদেশি রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন।
জানাজার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের ওপর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস