গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিককে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।
ফেরত দেওয়া ভারতীয় নাগরিকরা হলেন—মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার এবং সন্তোষ মোহলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনই পেশায় জেলে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
বিজিবি জানায়, বুধবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে বাংলাদেশ ও ভারতের জেলেরা নিজ নিজ জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় অসাবধানতাবশত বাচ্চন ও রাজু বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাংলাদেশি জেলেরা তাদের আটক করে কেতাববাজার এলাকায় নিয়ে আসে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জেলেদের কাছ থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ এড়াতে উভয় দেশের জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস