ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • সারাদেশ
    • খাগড়াছড়িতে জাপা ও এনসিপির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    খাগড়াছড়িতে জাপা ও এনসিপির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    বিএনপি নেতার হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগ দেন

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

    মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও এনসিপি নেতা লিটন বিশ্বাসের নেতৃত্বে যোগদানকারী নেতাকর্মীরা বিএনপির প্রতি তাদের আনুগত্য ঘোষণা করেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম রানা ও মো. হাসানুল ইসলাম বক্তব্য রাখেন।

    যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে এই যোগদান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

    মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে। সে কারণেই জাপা ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মী একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন।

    যোগদানকারী নেতা মো. সাইফুল ইসলাম রানা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির নেতৃত্বেই দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস