এক দফা দাবিতে ঢাকেবি শিক্ষার্থীদের সাইন্সল্যাব অবরোধ

ঢাকা কলেজ প্রতিনিধি : প্রস্তাবিত ঢাকা কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (১৪ জনুয়ারি) দুপুর ১২ টার দিকে সাইন্সল্যাব মোড়ে ঢাকা, ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে আশেপাশের এলাকার সকল যানচলাচল বন্ধ হয়ে যায়।
ঘোষণা আনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। টেকনিক্যাল ও তাতীবাজার মোড়েও অবরোধ চলছে বলে খোজ নিয়ে জানা গেছে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি কলেজ কে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব করায় শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির ১ দফা দাবি আদায়ে গত ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।
সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস