দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের উদ্যোগে ঢাকা কলেজে ব্যতিক্রমধর্মী ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঢাকা কলেজ প্রতিনিধি : শীতের আমেজে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শুরু হয়েছে ‘শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬’। জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকা কলেজের হল পাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি শুরু হয়। দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. সাঈদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজা ইএনটি হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু রেজা এম. এ. চৌধুরী। এ ছাড়া পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী হাসান নাহিদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও অংশ নেন উপদেষ্টাগণ, দায়িত্বপ্রাপ্ত সদস্য ও বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের উপদেষ্টা মো. মতিউর রহমান বলেন, “মানসিক ও শারীরিক সুস্থতা মানুষের মেধা ও মননের বিকাশের পূর্বশর্ত। শিক্ষার্থীদের জন্য খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি তাদের শারীরিক গঠন, মানসিক প্রশান্তি ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভাবনা থেকেই দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “ক্রীড়াঙ্গন শিক্ষা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ঢাকা কলেজে দেশের ৬৪ জেলার শিক্ষার্থীরা অধ্যয়নরত। প্রত্যেক জেলা ছাত্র কল্যাণ পরিষদ নিজ নিজ জেলার সংস্কৃতি ও কার্যক্রম তুলে ধরলে বাংলাদেশের বৈচিত্র্য ও ঐতিহ্য বিশ্বের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপিত হবে।”
আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি আসনকে প্রতীকীভাবে ভাগ করে টুর্নামেন্টের দলগুলো গঠন করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি খেলাকে আরও আনন্দময় করে তুলেছে।
টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হিসেবে আয়োজকরা উল্লেখ করেন—খেলাকে উপভোগ করা, সকলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধনকে আরও সুদৃঢ় করা।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস