ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • ক্যাম্পাস
    • ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থীকে আটক

    ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থীকে আটক

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    ঢাকা কলেজ প্রতিনিধি : ক্যাম্পাসে গোপনে ইয়াবা সেবনকালে ২ জন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ঢাকা কলেজের নর্থ হলের হল প্রভোস্ট। রোববার (১১ জানুয়ারি) রাতে এমন ঘটনা ঘটেছে।  

      

    আটককৃত শিক্ষার্থীরা হলেন- কলেজের (২১-২২) সেশনের ইসলাসের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা রাশেদুল ইসলাম ও ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আলী তানজিম।  

      

      

      

    জানা যায়, উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে ২ জনকে ইয়াবা খেতে দেখেন হলের স্টাফরা। এরপর হল প্রভোস্টকে কল দিয়ে ডেকে আনার পর তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।  

      

      

    এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রোভোস্ট মো. ইকবাল হোসাইন জানান, ঘটনা সত্য। রাতের বেলা জায়গাটি অন্ধকার থাকে। বিষয়টি নজরে আসার পর আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি একটি অনুষ্ঠানে ছিলাম তখনই সেখান থেকে সরে আসি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমি স্বাভাবিকভাবেই কলেজ সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের অবহিত করি। একই সঙ্গে তাদের আইডি কার্ড ও বিভাগসংক্রান্ত তথ্য সংগ্রহ করি।  

      

    তিনি আরও জানান, তাদের প্রায় এক ঘণ্টার মতো আটক রাখা হয়েছিল। এরপর জানতে পারি, তাদের পরীক্ষা রয়েছে কাল নয়, পরশু। এক ঘণ্টা পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্টাফ এবং সহকারী হল সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। বিশেষ করে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে কী করা যায়, সে বিষয়ে পরামর্শ নেই। আলোচনা শেষে আমি নিজ দায়িত্বে একটি সিদ্ধান্ত নিই। যেহেতু তাদের পরিচয়পত্র, বিভাগসহ সব তথ্য আমাদের কাছে ছিল, তাই তাদের কোনোভাবে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।   

      

      

      

    এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘এ বিষয়টি আমি জানতে পারছি। আটককৃত শিক্ষার্থীদের বিভাগের সংশ্লিষ্ট শিক্ষকদের বলা হয়েছে, বিভাগ থেকে আগামীকালের ভিতরে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস