ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • ক্যাম্পাস
    • ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন

    ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    মোস্তাকিম ও সাইমুন

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাকিম আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইমুন ইসলাম সানি।

     

    সোমবার (৫ জানুয়ারি) দুপুর ৩টায় ঢাকা কলেজ শাখার সাংগঠনিক কার্যালয়ে সদস্য সমাবেশের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

     

    জানা গেছে, মোস্তাকিম আহমেদ ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী এবং সাইমুন ইসলাম সানি ইংরেজি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

     

    সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মোস্তাকিম আহমেদ সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

     

    এর আগে ২০২৫ সেশনে মোস্তাকিম আহমেদ ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে মনোনীত সেক্রেটারি সাইমুন ইসলাম সানি দীর্ঘদিন ধরে কলেজ শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

     

    নতুন কমিটির মাধ্যমে ঢাকা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস