ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • রাজনীতি
    • আসিফ মাহমুদের অজান্তে কুমিল্লা-৩ থেকে মনোনয়ন সংগ্রহ , তবে ঢাকা-১০ থেকেই নির্বাচনে অনড় তিনি

    আসিফ মাহমুদের অজান্তে কুমিল্লা-৩ থেকে মনোনয়ন সংগ্রহ , তবে ঢাকা-১০ থেকেই নির্বাচনে অনড় তিনি

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    পিসিডি : কর্মী–সমর্থকদের উদ্যোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ হলেও সেখান থেকে নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট করেছেন, তার রাজনৈতিক লড়াই ঢাকা-১০ আসনেই থাকবে ।

     

    শনিবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘মুরাদনগর থেকে নির্বাচনের কোনো পরিকল্পনা আমার নেই। আমার অজান্তেই কর্মীরা সেখানে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

     

    স্থানীয়দের মতে, মুরাদনগরে আসিফ মাহমুদের শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠেনি, ফলে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতার মতো অবস্থানও তৈরি হয়নি।

     

    এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক দাবি করেন, আসিফ মাহমুদ নিজেই জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহের কথা বলেছিলেন। তবে এখন তার অবস্থানকে তিনি ‘হঠাৎ ইউটার্ন’ বলে মন্তব্য করেন।

     

    এই বিতর্ক প্রসঙ্গে আসিফ মাহমুদের ভাষ্য, সমর্থকদের আবেগ ও এলাকাবাসীর আগ্রহ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে এতে তার আনুষ্ঠানিক সম্মতি ছিল না। তিনি বলেন, ‘আমি ঢাকা-১০ আসন থেকেই প্রার্থী হচ্ছি—এ সিদ্ধান্ত বদলাবে না।’

     

    উল্লেখ্য, গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নভেম্বরে মুরাদনগর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন এবং ১২ ডিসেম্বর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

     

    নির্বাচনের তফশিল ঘোষণার আগের দিন ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস