ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • রাজনীতি
    • তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
    ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাৎ

    তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বাড়ছে রাজধানীতে। এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। একই দিনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান পর্যবেক্ষকও।

    শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে তারেক রহমান ও ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

     

    বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

     

    দলীয় সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক রাজনীতি, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

     

    এর আগে একইদিন বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল ৪টার দিকে ইইউ পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা বিএনপির কার্যালয় ত্যাগ করেন।

     

    উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতার সঙ্গে বিদেশি কূটনীতিকদের ধারাবাহিক সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস