ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • রাজনীতি
    • ঋণখেলাপি থাকায় কুমিল্লা-৪ আসনে নির্বাচন থেকে ছিটকে গেলেন মঞ্জুরুল আহসান মুন্সী

    ঋণখেলাপি থাকায় কুমিল্লা-৪ আসনে নির্বাচন থেকে ছিটকে গেলেন মঞ্জুরুল আহসান মুন্সী

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : ঋণখেলাপির তালিকা স্থগিতের আদেশ বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

     

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার আদালত বাতিল করলে পুনরায় ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত থাকেন মঞ্জুরুল আহসান মুন্সী। ফলে তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ে এবং নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে যায়।

     

    এর আগে গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। ওইদিন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও পরবর্তীতে তার নাম ঋণখেলাপির তালিকায় উঠে আসে।

     

    এই তালিকা স্থগিত করে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন, তবে বৃহস্পতিবার সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এতে করে তিনি পুনরায় ঋণখেলাপি হিসেবেই বিবেচিত থাকছেন এবং কুমিল্লা-৪ আসনে তার নির্বাচন করার সুযোগ বাতিল হয়ে গেল।

     

    উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ জন এবং কুমিল্লা-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

     

    মনোনয়ন বাতিলের কারণ হিসেবে তিনি জানান, স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থন তালিকায় অসামঞ্জস্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংক হিসাব সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে দাখিল না করার মতো বিষয়গুলোই ছিল প্রধান কারণ। তবে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস