ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের সাত কলেজের অবরোধ কর্মসূচীতে তীব্র যানজট সৃষ্টি, ভোগান্তিতে সাধারণ জনগণ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে অগ্রগতি, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত ইঙ্গিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত ব্যাগে মিলল দুই ওয়ান শুটারগান ও গুলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের পাশেই দাফন নকলের অভিযোগে কুমিল্লার কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত ২০ দিনে প্রবাসী আয় ২৬৪৯৮ কোটি টাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
    • রাজনীতি
    • ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা

    ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বড় ধাক্কা খেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা। ঢাকা–৯ আসনে দাখিল করা তাঁর মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।

     

    শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ডা. তাসনিম জারা।

     

    এর আগে গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান।

    নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৩১ বছর বয়সী ডা. তাসনিম জারা পেশায় চিকিৎসক হলেও শিক্ষকতা ও উদ্যোক্তা হিসেবেও কাজ করেন। আয়ের প্রধান উৎস হিসেবে তিনি চাকরির কথা উল্লেখ করেছেন। দেশের ভেতরে চাকরি করে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশে তাঁর আয় ২৬৪ টাকা এবং দেশের বাইরে একই খাত থেকে আয় দেখিয়েছেন ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।

     

    নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় দেখা যায়, তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১৬ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা হিসেবে ২ হাজার ২৭০ পাউন্ড যার মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১০ হাজার ১৯০ টাকা এবং সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য দেখানো হয়েছে আড়াই লাখ টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই।

     

    সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে ডা. তাসনিম জারা বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। একই সঙ্গে সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

    মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার মাধ্যমে আবারও নির্বাচনী প্রতিযোগিতায় থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস